‘নব্য জেএমবি’র চট্টগ্রামের সীতাকুণ্ডের দুটি জঙ্গি আস্তানাই মন্তব্য করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেছেন, তাদের লক্ষ্য ছিল বিদেশিদের ওপর হামলা করে মিরসরাই-সীতাকুণ্ড অঞ্চলে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করা।
১৬ মার্চ, বৃহস্পতিবার সীতাকুণ্ডের চৌধুরী পাড়ার জঙ্গি আস্তানায় অভিযানের এক পর্যায়ে সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করেন।
ডিআইজি বলেন, আমরা নিশ্চিত এরা নিষিদ্ধ ঘোষিত উগ্র সংগঠন ‘নব্য জেএমবি’। এখানকার দুটিই নব্য জেএমবির আস্তানা।
১৫ মার্চ, বুধবার গ্রেফতার জঙ্গি দম্পতিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা এখনো মুখ খোলেনি। তাদের অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে।
নব্য জেএমবির লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে ডিআইজি আরও বলেন, তাদের লক্ষ্য ছিল মিরসরাই-সীতাকুণ্ডে অঞ্চলে বিদেশিদের ওপর হামলা করে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করা। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার লক্ষ্যে প্রচুর গ্রেনেড ও বিস্ফোরক মজুদ করেছিল আস্তানায়।
