৬৫ জনের নমুনা পরীক্ষায় তিন জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়। আজ রোববার দেশে সর্বাধিক করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে ৫৬৪ জনের নমুনা পরীক্ষায় ২৭ জন করোনী রোগী শনাক্ত হয়েছে। এর আগে প্রতি দিন ২০ থেকে ২৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
রোববার বিকালে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআরের পরিচালক ডা. সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, প্রাণঘাতি এই ভাইরাসে দেশে এ পর্যন্ত দুই জনের মৃত্যু ঘটেছে। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছেন তিন জন। এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত আরও দুই জনের অবস্থা উন্নতির দিকে বলে জানান তিনি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
