ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন । ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগত ইমেইলে অলি আহমদকে শুভেচ্ছা বার্তা পাঠান।
অলি আহমদ নিজেই ঢাকাটাইমসকে এতথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে অলি আহমদ জানান, ‘আমার ব্যক্তিগত ইমেইলে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। এজন্য আমি তাকে ধন্যবাদ জানিয়েছি। বলেছি অদূর ভবিষ্যতে আমাদের দেখা হবে।’
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্যাডে প্রেরিত এক বার্তায় বলেন, ‘প্রিয় ড. কর্নেল অলি আহমদ, শুভ জন্মদিন। এ বছরটিতে আপনার জীবন সুখ ও সাফল্যে ভরে উঠুক, নরেন্দ্র মোদি। উল্লেখ্য, ১৩ মার্চ ড. কর্নেল (অব.) অলি আহমদ এর ৮০ তম জন্মদিন।
