পুলিশ ফেনীর ছাগলনাইয়া জাল ডলারসহ সাবিনাস সিনেডো (৪৪) নামের এক নাইজেরিয়ার নাগরিককে আটক করেছে। শনিবার রাতে ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম পাঠানগড় গ্রামের হাজি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মোর্শেদ জানান, ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম পাঠানগড় গ্রামের হাজি বাড়ির অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা জালাল উদ্দিনের (৬৮) অনলাইনে ব্যবসা করার সুবাদে নাইজেরিয়ার নাগরিক সিনেডোর সঙ্গে পরিচয় হয়। সিনেডো টাকার বিনিময়ে ডলার ও স্বর্ণ বাবদ ১৫ লাখ টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে বললে এই টাকা জালাল গত মাসে পাঠিয়ে দেয়। টাকা পাঠানোর এক মাসের মধ্যে সিনেডো কোনো যোগাযোগ না করায় জালাল বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এরপর জালাল বিভিন্ন মাধ্যমে সিনেডোর সাথে যোগাযোগ করতে সক্ষম হলে সিনেডো ডলার ও স্বর্ণ নিয়ে ঢাকা অবস্থান করবে বলে জালালকে জানায়।
পুলিশ আরো জানায়, চলতি বছরের ১২ জানুয়ারি বাংলাদেশে আসার জন্য নাইজেরিয়ার নাগরিক সাবিনাস সিনেডোর ভিসা ইস্যু হয়। গত ২৪ জানুয়ারি সে বাংলাদেশে আসে। পুলিশ জাল ডলার, রঙ, পাসপোর্ট, মোবাইল ফোনসহ দুটি ব্যাগ জব্দ করে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
ফেনীর পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার জানান, কাস্টমস কর্মকর্তা জালাল একজন সচেতন লোক হয়ে কীভাবে প্রতারণার শিকার হলেন তা খতিয়ে দেখা হচ্ছে।
