নগর আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় চট্টগ্রামের নাগরিক জীবনের দুর্ভোগের জন্য চট্টগ্রামের সেবা সংস্থাগুলোর অদক্ষতা আর অব্যবস্থাপনাকেই দায়ী করলেন। আর এ কারণে চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের যুগান্তকারী পরিকল্পনাগুলোও প্রশ্নবিদ্দ হয়ে পড়ছে বলে মন্তব্য করেন সাবেক এ সিটি মেয়র। মহিউদ্দিন চৌধুরী বলেন, জলাবদ্ধতায় নাগরিক জীবনে যে অবর্ণনীয় দুর্ভোগ নেমে এসেছে তা লাঘবে নগরীর সেবা সংস্থাগুলোর অদক্ষতা, অব্যবস্থাপনা এ দুর্ভোগকে বাড়িয়ে তুলেছে। চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতৃবৃন্দ ঈদ পরবর্তীতে গতকাল রোববার বেলা ১১টায় মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর সাথে তার বাসভবনে শুভেচ্ছা বিনিময় করতে গেলে তিনি যুবলীগ নেতৃবৃন্দকে জনদুর্ভোগে চট্টলবাসীর পাশে দাঁড়ানোরও আহ্বান জানান। পানীয় জলের কষ্টে বাকলিয়া, হালিশহর, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে উল্লেখ করে মহিউদ্দিন চৌধুরী বলেন, জনজীবনে হাহাকার বিরাজ করছে। এতে বর্তমান সরকারের অর্জনসমূহ ম্লান হয়ে যাচ্ছে। সরকার সম্বন্ধে জনগণের মাঝে বিরূপ ধারণার সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, কোথায়কোন এলাকায় কি সমস্যায় জনগণ দুর্ভোগে আছে তা চিহ্নিত করে সেবা সংস্থাকে দায়িত্ব পালনে সক্রিয় করা এবং তাদের কাজে সহযোগিতা করার জন্য যুবলীগ নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে। তিনি বলেন, রাস্তাঘাট সংস্কারের অভাব, পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে গাফিলতিতে মানুষ নাগরিক সুবিধা পাচ্ছে না। তিনি বিদ্যুৎ, পানি সহ প্রাত্যাহিক জীবনে অপরিহার্য সেবাসমূহ নিরবচ্ছিন্ন রাখতে পিডিবি, ওয়াসার কার্যক্রমকে জোরালো করতে যুবলীগের কর্মীদের সেবা সংস্থার কার্যক্রম নজরে রাখার আহ্বান জানান। তিনি যুবলীগের উদ্যোগে বিভিন্ন এলাকায় ব্যবহার্য ও সুপেয় খাবার পানি বিতরণের পরিকল্পনা গ্রহণ করতে নেতাকর্মীদের নির্দেশ দেন।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন বাচ্চু। মহানগর যুবলীগের যুগ্মআহ্বায়ক দেলোয়ার হোসেন খোকার সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের যুগ্মআহ্বায়ক ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, নগর যুবলীগ সদস্য একরাম হোসেন, মাহাবুব আলম আজাদ, সাখাওয়াত হোসেন স্বপন, নেছার আহমদ, মাসুদ রেজা, আবু সাঈদ জন, হাবিব উল্লাহ নাহিদ, নুরুল আনোয়ার, আবদুর রাজ্জাক দুলাল, নাছের তালুকদার, প্রবীর দাশ তপু, শেখ নাছির আহাম্মদ, ওয়াসিম উদ্দিন, নাজমুল হাসান সাইফুল, সনত বড়ুয়া, কফিল উদ্দিন প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবলীগ সদস্য হেলাল উদ্দিন, সালেহ আহমদ ডিগল, ছাবের আহমদ, খোকন চন্দ্র তাঁতী, আবু বক্কর চৌধুরী, নুরুল আলম মিয়া, আবু বক্কর ছিদ্দিক, হাজী মো: ইব্রাহিম, আলমগীর আলম, মোজাম্মেল হোসেন নান্টু, আজিজ উদ্দিন চৌধুরী, ইকবাল ইকরাম শামীম, আমানত উল্লাহ ডিউক, শাহেদুল ইসলাম সাহেদ, সরওয়ার খান, কাজলপ্রিয় বড়ুয়া, শাকিল হারুন, আলাউদ্দিন আলো, ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের মধ্যে উপস্থিত ছিলেন তারেক ইমতিয়াজ ইমতু, মো: হাসান, মো: হারুন, মান্না বিশ্বাস, মো: আইয়ুব, মাঈনুল ইসলাম, শেখ আহমদ জাহেদ, মো: আমিন, হাবিব শরীফ, অধ্যাপক নাজিম উদ্দিন, আতিক উল্লাহ, জামাল উদ্দিন রাজু, আবদুল ওয়াজেদ রাজীব, জামাল উদ্দিন রাজু প্রমুখ।

 

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031