শেষ পর্যন্ত আত্মসমর্পণ না করার পথই বেছে নেয় রাজধানীর দক্ষিণখানের আশকোনায় হাজিক্যাম্পের কাছে তিনতলা বাড়িতে জঙ্গি সুমনের স্ত্রী ও জঙ্গি তানভীর কাদেরীর ১৪ বছরের ছেলে আফিফ কাদেরী আদর। তাদের দেহ ঘটনাস্থলে নিথর পড়ে আছে। এখন সিআইডির ফরেনসিক ইউনিট ঘটনাস্থলের বিভিন্ন আলামত সংগ্রহ করছে।

আজ শনিবার দুপুর একটার দিকে ভেতর থেকে দরজা খুলে সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণ ঘটায় কালো বোরখা পড়া এক নারী। তার দেহ মাটিতে লুটিয়ে পড়ে আছে। এ ঘটনায় ওই নারীর সঙ্গে থাকা আহত সাত বছরের শিশুকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত হয়েছেন বোম ডিসপোজাল ইউনিটের ইন্সপেক্টর শফি আহমেদসহ কয়েকজন।

সিটি ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার মো. ছানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, আমরা যখন ভবনের নিচতলা থেকে তাদের আত্মসমর্পণের জন্য মাইকিং করছিলাম তখন জঙ্গি ইকবালের সাত বছরের মেয়েকে নিয়ে দরজা খুলে বেরিয়ে আসেন জঙ্গি সুমনের স্ত্রী। আমরা তাদের থামতে বললে তারা থামেনি। ডান হাত উঁচু করে সামনের দিকে আসে। এরপরই তিনি সুইসাইড ভেস্টের বিস্ফোরণ ঘটান। এতে ওই নারী, শিশুসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আর রক্তাক্ত অবস্থায় ওই নারী পার্কিং গ্রাউন্ডে পড়ে আছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও সিটি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, দরজা খুলে ওই নারী জঙ্গি সাত বছরের মেয়েটিকে নিয়ে বের হয়ে আত্মসমর্পণের অভিনয় করেন। এক পর্যায়ে তিনি সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণ ঘটান। আহত শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই নারীর দেহ এখনো মেঝেতে পড়ে আছে।

তানভীর কাদেরীর ছেলে আদরকে দুর্বল করার জন্য দুপুর থেকে বাসার ভেতর টিয়ারশেল নিক্ষেপ নিক্ষেপ করা হয়। তাকে আত্মসমর্পণ করতে বলা হলেও সে তা করেনি। তার গায়েও সুইসাইডাল ভেস্ট ছিল।

সিটি ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেন, জঙ্গিনেতা তানভীর কাদেরীর কিশোর ছেলে নিস্তেজ হয়ে মেঝেতে পড়ে আছে। ১৫ মিনিট ধরে আমরা কিশোর ছেলেটির কোনো সাড়া শব্দ না পেয়ে ভেতরে প্রবেশ করি। সে ভেতর থেকে পুলিশের উপর গ্রেনেড ও গুলি ছুড়ছিল। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ওই কিশোর মেঝেতে লুটিয়ে পড়ে। সে আসলেই নিস্তেজ, অচেতন নাকি অভিনয় করছে সে বিষয়ে নিশ্চিত হতে সময় লাগে।

তিনি আরও বলেন, ওই বাসায় বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই ভেতরে সাবধানে প্রবেশ করতে হয়েছে। আগে বোম্ব ডিস্পোজাল ইউনিট ভেতরে প্রবেশ করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর সিআইডির ফরেনসিক ইউনিট ভেতরে গিয়ে আলামত সংগ্রহ করছে।

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় হাজিক্যাম্পের কাছে পূর্বপাড়ার ৫০ নম্বর ‘সূর্যভিলা’ নামে বাড়িটি শনিবার ভোরবেলা থেকে ঘিরে রাখে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)। সেখানে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) নেতৃত্বে অভিযান পরিচালনা করে সোয়াট। সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থা সহায়তা করে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031