খুলশীর ৬ নং রোড়ের ৬নম্বর বাড়িতে বেলা আনুমানিক আড়াইটার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন খুলশী থানার উপ-পরিদর্শক নাজিম উদ্দিন।
চট্টগ্রাম নগরীর উত্তর খুলশী এলাকায় বহুতল ভবন থেকে লাফ দিয়ে ডা. শিরিন আক্তার চৌধুরী (৫৪) নামে এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
নিহত শিরিনের স্বামী ডা. ফারুখ রশিদের বরাত দিয়ে তিনি বলেন, পরিবারের অগোচরে দুপুরে ৮ তলা ভবন থেকে লাফ দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তবে ডা. শিরিন আক্তার মানসিক বিকারগ্রস্থ বলে উল্লেখ করেন এস আই নাজিম উদ্দিন।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে বলে উল্লেখ করেন এস আই নাজিম।
