পাকিস্তান বিশ্বকাপে ভালো করেনি । আর এই কারণে নারী দলের অধিনায়ক সানা মীরকে সরিয়ে দেওয়া হচ্ছে। খবর দ্য ডন অনলাইনের।
ইংল্যান্ড থেকে সোমবার দেশে ফিরেছে পাকিস্তান দল। ওইদিনই পিসিবির একটি সূত্র জানায়, সানা মীর বিশ্বকাপে দলকে সঠিক পথে পরিচালিত করতে পারেননি। তার নিজের পারফরমেন্সও সন্তোষজনক নয়। ফলে দলে সানা মীরের ভূমিকা কী হবে তা নির্ধারণে আগামী সপ্তাহে সিদ্ধান্ত নেবে পিসিবি।
শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ রানের হারে শনিবার পাকিস্তানের বিশ্বকাপ মিশন শেষ হয়। এ নিয়ে তারা টানা সাত ম্যাচে পরাজয়ের স্বাদ নেয় সানা মীররা।
সূত্রের দাবি, অধিনায়ক হিসেবে পিসিবির পছন্দ অলরাউন্ডার মিসবাহ মারুফ। ২৫ বছর বয়সী এই প্রমীলা দলের দ্বিতীয় অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য ব্যক্তি।
এছাড়া পাকিস্তান নারী দলের কোচ সাবিহা আজহারকেও পিসিবি পছন্দ করছে না। অন্তর্বর্তী এই কোচের চাকরি দীর্ঘায়িত না করে নতুন কাউকে খোঁজা হচ্ছে বলে পিসিবি সূত্রে জানা গেছে।
কারণ সাবিহার অধীনে মেয়েরা ইংল্যান্ড বিশ্বকাপে প্রত্যেক বিভাগে খুবই বাজে পারফরর্ম করেছে।
