মন্ত্রিসভায় স্থান না পাওয়া গতবারের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ৩০ ডিসেম্বরের ভোটে বড় জয়ে আত্মতুষ্টিতে না ভুগতে বা আত্মহারা না হতে নেতা-কর্মীদের পরামর্শ দিয়েছেন। সতর্ক করেছেন, ৭৩ সালে বড় জয়ের পরও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারাতে হয়েছিল।

সোমবার রাজধানীতে আওয়ামী লীগের প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণ সভায় বক্তব্য রাখছিলেন নাসিম। আশরাফের মতো তিনিও মুক্তিযুদ্ধের চার জাতীয় নেতার সন্তান। আশরাফ ছিলেন প্রবাসী বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে। আর নাসিম ওই সরকারের মন্ত্রী মনসুর আহমেদের সন্তান।

বিরাট বিজয়ের পাশাপাশি গভীর চক্রান্তের বিষয়েও খেয়াল রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘যতো বড় জয় ততো বড় শঙ্কা আছে। বিপুল বিজয়ে আত্মতুষ্টি বা আত্মহারা হওয়ার কোন কারণ নেই। ৭৫ এর আগেও আমরা অনেক বড় বিজয় এসেছিল। এ পরই আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি।’

একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির জোট জাতীয় ঐক্যফ্রন্ট পাত্তাই পায়নি। ২৯৯ টি আসনের মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি, আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র একটি আসনে জিতেছে। অন্যদিকে ঐক্যফ্রন্ট সব মিলিয়ে আটটি এবং বিএনপি সমর্থিত স্বতন্ত্র জিতেছেন একটি আসনে।

নির্বাচনের পর নতুন যে মন্ত্রিসভা গঠন হয়েছে, তাদের সিংহভাগই নতুন মুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ৪৬ জনকে বেছে নিয়েছেন, তাদের মধ্যে ২৭ জন কখনো মন্ত্রিসভায় ছিলেন না। আর গত মন্ত্রিসভায় ছিলেন না আরো চার জন। যারা বাদ পড়েছেন, যাদের একজন নাসিম, যিনি গত পাঁচ বছর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন।

আওয়ামী লীগ নেতা বলেন, ‘এবারও বড় বিজয়ে বেশি খুশি হওয়ার কোন কারণ নেই। ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।’

‘যত সফলতা আসবে ততই চক্রান্তকারীরা নতুন রূপে আবির্ভূত হবে। বেশি আত্মপ্রত্যয়ী না হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অনুগত থাকতে হবে।’

ভোটের ফলের পর আওয়ামী লীগের করণীয় নিয়ে নাসিম বলেন, ‘রাজাকার এবং স্বাধীনতাবিরোধী শক্তিকে চিরতরে নির্মূল করার জন্য জনগণের কাছ থেকে যে ম্যান্ডেট পেয়েছি, এটা আমরা অব্যাহত রাখার চেষ্টা করব। এদেশে সাম্প্রদায়িক শক্তি যে মাথাচাড়া দিতে পারবে না, ৩০ ডিসেম্বরের নির্বাচনে সেটা প্রমাণ হয়ে গেছে।’

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031