ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় জনসাধারণের গতিবিধি নজরধারির লক্ষ্যে সিসি ক্যামেরার স্থাপনের পরিকল্পনা নিয়েছে পুলিশ। সোমবার উপজেলা সদরের অন্তত ২৭টি স্থানে এসব ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছে। পুলিশ জানিয়েছে, জনসাধারণের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম বলেন, নিরাপত্তার স্বার্থে সদর এবং বিভিন্ন ইউনিয়নের ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে পথচারীদের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। প্রাথমিক পর্যায়ে আজ সোমবার উপজেলা সদরের ২৭ টি পয়েন্টে এসব ক্যামেরা লাগানো হচ্ছে। তবে দ্রুতই বাকি চিহ্নিত স্থান গুলোতে ক্যামেরা লাগানো হবে।
প্রসঙ্গত, ৩০ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের লোকজনের মন্দির ও বাড়িঘরে হামলা-ভাঙচুরের পর মোট চারদফায় সেখানকার হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। এ অবস্থায় আগুন সন্ত্রাসীদের বিষয়ে তথ্য দিলে এবং সেই তথ্যের ভিত্তিতে আসামি গ্রেফতার হলে তথ্যদাতাকে ১ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেয় জেলা পুলিশ।
