কঙ্গনা রানাওয়াত: মেক আপ ছাড়া, ততটাও কি গ্ল্যামারাস লাগছে ‘তন্নু ওয়েডস মন্নু’ নায়িকাকে? যদিও কোঁকড়ানো চুলের জন্য চিনতে অসুবিধা হচ্ছে না।

কাজল: মেক আপ ছাড়া কাজলকে দেখে অনেকেই চিনতে পারেননি। কেউ বলেছেন, ইনি কাজল হতেই পারেন না!

বিপাশা বসু: ইনি কি বলিউড ডিভা? বিপাশার এই নো মেক আপ লুক দেখে চমকে উঠেছিলেন অনুরাগীরা।

সোনম কপূর: বলিউড ফ্যাশনিস্তা সোনমকে এক্কেবারে পাশের বাড়ির মেয়েটির মতো দেখতে মেক আপ ছাড়া। আলাদা করে চোখে পড়ে না, বলেছেন নিন্দুকেরা!

নেহা ধূপিয়া: মেপ আপ ছাড়া বেশ সাদামাটা লাগে প্রাক্তন মিস ইন্ডিয়াকে।
(২০০২)

প্রিয়াঙ্কা চোপড়া: পিগি চপসের মেক আপ ছাড়া লুক নাকি এক্কেবারে পছন্দ হয়নি অনেকেরই।

সূত্র- আনন্দবাজার
