নিউজিল্যান্ডের আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতি হয়েছে । ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ শুরুর আগে ১১৩ রেটিং নিয়ে তারা ছিল তিন নম্বরে। কিন্ত ঘরের মাঠে ৪-১ ব্যবধানে পরাজিত হওয়ায় দুটি রেটিং খুইয়ে কিইউরা নেমে গেছে চারে।
ভারত আগের দুই নম্বরেই থাকছে। তবে এক রেটিং পয়েন্ট বৃদ্ধি পেয়েছে তাদের। শীর্ষ স্থানধারী ইংল্যান্ডের (১২৬ রেটিং) এখন মাত্র চার পয়েন্ট পিছিয়ে আছে বিরাট কোহলির দল।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জেতা দক্ষিণ আফ্রিকা ওঠে এসেছে তিনে। নিউজিল্যান্ডের সমান ১১১ রেটিং তাদের। তবে কিউইদের চেয়ে ডেসিমাল পয়েন্ট এগিয়ে আছে প্রোটিয়ারা।
১০২ রেটিং নিয়ে পাকিস্তান আছে পাঁচে। ছয়ে থাকা অস্ট্রেলিয়ার রেটিং ১০০। সাত নম্বরে বাংলাদেশ, টাইগারদের রেটিং ৯৩। আটে থাকা শ্রীলঙ্কার (৭৮) চেয়ে বেশ খানিকটা এগিয়ে তারা। ৭২ ও ৬৭ রেটিংয়ে যথাক্রমে নয় ও দশ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ আর আফগানিস্তান।
