নিকি হ্যালি আগে সাউথ ক্যারোলাইনার গভর্নর ছিলেন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি আচমকাই পদত্যাগ করেছেন। তবে তিনি কেন পদত্যাগ করেছেন তা এখনো জানা যায়নি।
মঙ্গলবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওভাল অফিসে নিকি হ্যালি সম্পর্কে বিশাল ঘোষণা আসছে- মঙ্গলবার এমন একটি টুইট বার্তা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পোস্ট করার কয়েক ঘন্টার পরই তার পদত্যাগের খবর আসলো।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে নিকি হ্যালির সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। তবে হোয়াইট হাউস তার ব্যাপারে খোলাসা করে এখনো কিছু বলেনি।
২০১৭ সালের জানুয়ারিতে জাতিসংঘের যুক্তরাষ্ট্রের দূত হিসেবে নিয়োগ দেয় ট্রাম্প প্রশাসন।নিজের আস্থাভাজন এই নারীকে প্রশাসনের অন্যতম শীর্ষ পদে বসান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প টুইট বার্তায় বলেছেন, ‘আমার বন্ধু নিকি হ্যালিকে নিয়ে ওভাল অফিস থেকে বড় ঘোষণা আসছে।’
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী প্রেসিডেন্টি হিসেবে এক মাস দায়িত্ব পালন করার পরই ট্রাম্পের এই ঘোষণা আসলো।
