আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ত্রাণ দিতে নয়, শোডাউন করতে কক্সবাজার গিয়েছেন বলে মন্তব্য করেছেন । আজ রোববার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণের যাওয়ার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা প্রসঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, ফেনীতে খালেদা জিয়ার হামলা আওয়ামী লীগ করেনি, বিএনপি নিজেরাই নিজেদের ওপর হামলা চালিয়েছে।
এদিকে আজ সকালে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীমের দেয়া এক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সত্যকে অস্বীকার করে সন্ত্রাসকে উৎসাহিত, প্রশ্রয় এবং লেলিয়ে দিচ্ছেন। কিন্তু তাদের উচিৎ এ ধরনের ক্রিমিনালদেরকে দল থেকে বহিষ্কার করা অথবা তাদের বিরুদ্ধ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া।
প্রসঙ্গত, গতকাল শনিবার কক্সবাজার যাবার পথে দু’দফা হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহর।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
