কূটনীতি পাড়াসহ বেশ কিছু এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে ঢাকার । আইন শৃঙ্খলা বাহিনীর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে নব্য জেএমবির একটি গ্রুপ ২৬শে মার্চকে (স্বাধীনতা দিবস) সামনে রেখে হামলা চালাতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ঢাকার বিশেষ বিশেষ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে কঠোর নজরদারি ও নিরাপত্তার চাদরের আওতায় আনা হয়েছে ঢাকার কূটনীতিক পাড়া গুলশান এবং বারিধারা। হামলার আশঙ্কায় সকাল থেকে ওই এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। ওই এলাকায় সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনগুলোতে অতিরিক্ত তল্লাশী চালানো হচ্ছে। বসানো হয়েছে একাধিক তল্লাশী চৌকি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
