ঢাকা : হিযবুত তাহরীর, আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি), হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজিবি), জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ (জেএমজেবি), শাহাদাত-ই-আল হিকমা ও জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ। নিষিদ্ধ ঘোষিত এ ৬ জঙ্গি সংগঠনগুলোর নেতা কর্মীরাই বর্তমানে দেশের সব নাশকতামূলক কর্মকান্ড চালাচ্ছে।তবে এদের নেটওয়ার্ক গুড়িয়ে দিতে র‌্যাব পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলশ প্রচষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থাসূত্রে এ তথ্য জানা গেছে।২০০৩ সালের ৯ ফেব্রুয়ারি শাহাদত-ই-আল হিকমাকে নিষিদ্ধ করা হয়। এই সংগঠনের সদস্যরা এখনো তৎপর। সংগঠনটি পরিচালনা করছেন অ্যাডভোকেট রাশিদুল আলম দুলাল। তিনি বাংলাদেশেই আত্মগোপনে আছেন। ২০০৫ সালের ২৩ ফেব্রুয়ারি জেএমজেবি ও জেএমবিকে নিষিদ্ধ করা হয়। এরাও আন্ডারগ্রাউন্ডে নাশকতার ছক আঁটছে বলে গোয়েন্দাদের কাছে তথ্য আছে। জেএমবি পরিচালনা করছেন মাওলানা মুস্তাফিজুর রহমান, মাওলানা সায়েম, সোহেল মাহফুজ ও মাওলানা ওসমান গনি। তাদের মধ্যে মুস্তাফিজুর, মাহফুজ ও সায়েম ভারতে অবস্থান করছেন। একই বছরের ১৭ অক্টোবর হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশকে (হুজিবি) নিষিদ্ধ করা হয়।হিযবুত তাহরীরকে নিষিদ্ধ করা হয় ২০০৯ সালের ২৩ অক্টোবর। সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় সক্রিয় আছে হিযবুত তাহরীরের সদস্যরা। সূত্র মতে, সংগঠনটি পরিচালনা করছেন মোস্তফা মিনহাজ। তিনি ভারতে অবস্থান করছেন। এই সংগঠনের আরেক নেতা অর্থ সংগ্রাহক মাওলানা মহিউদ্দিনকে এর আগে পুলিশ গ্রেফতার করেছিল। সে প্রায় ১ বছর আগে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে রয়েছে। ২০১৫ সালের ২৫ মে সরকার আনসারুল্লাহ বাংলাটিম (এবিটি) কে নিষিদ্ধ করে। নিষিদ্ধ ঘোষণার কিছুদিন পরই আনসার আল ইসলাম বাংলাদেশ নামে তারা আত্মপ্রকাশ করে। তারপর এই জঙ্গি সংগঠনটি একের পর এক ব্লগার হত্যা করে। – See more at: http://www.teknafnews.com/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%9c%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%82%e0%a6%97%e0%a6%a0%e0%a6%a8%e0%a6%97%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%87/#sthash.azKNjqaZ.dpuf
Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031