সারাদেশের ধর্ষণসংক্রান্ত মামলাগুলো পাবলিক প্রসিকিউটরদের সহযোগিতায় তালিকা ধরে ধরে দ্রুত নিষ্পত্তির চেষ্টা তারা করবেন দেশে হঠাৎ করে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে নতুন দায়িত্ব নেয়া অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন জানিয়েছেন। এছাড়া দেশের আদালতে মামলার যে জট লেগে আছে সেগুলো কীভাবে দ্রুত শেষ করা যায়, সে ব্যাপারে ব্যবস্থা নেবেন। প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যে কাজগুলো করে গেছেন, সেই কাজগুলো এগিয়ে নেয়াও তার অন্যতম লক্ষ্য বলে জানান রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা।

রবিবার নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল দায়িত্ব গ্রহণ করেন। পরে দপ্তরে এসে আপিল বিভাগের ভার্চুয়াল শুনানিতে অংশ নেন তিনি।

আদালতের কার্যক্রম শেষে আইনজীবীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নতুন অ্যাটর্নি জেনারেলকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং করোনাভাইরাস রোধে সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার অনুরোধ জানান।

অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনের কাছে জানতে চাওয়া হয় দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলা নিষ্পত্তিতে কোনো উদ্যোগ নেয়া হবে কি না। জবাবে তিনি বলেন, নারী নির্যাতন ও ধর্ষণসংক্রান্ত মামলার বিষয়ে দেশের সব আদালতের পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে কথা করে তালিকা ধরে ধরে নিষ্পত্তির জন্য পদক্ষেপ নেয়া হবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার যে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী নিচ্ছেন, সেটা খুবই ইতিবাচক। সমাজে মূল্যবোধটা ফিরিয়ে আনতে হবে। আশা করি এর ফলে অপরাধীরা সতর্ক হবে।

মামলার জট কমানোর উদ্যোগের বিষয়ে তিনি বলেন, বিচার বিভাগে রাষ্ট্রপক্ষের যেকোনো মামলায় লড়ার জন্যে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। মামলায় আসামি কে সেটা দেখবো না। আমি দেখবো মামলা। আইনজীবী হিসেবে এটা আমার দায়িত্ব।

পরে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031