পিকআপ ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মো. মফিজ উদ্দিন (৫২) ও মিলন মিয়া (৫০) নামের দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে কিশোরগঞ্জে । এছাড়া এ ঘটনায় অটোরিক্সাচালক পাশা (৩৫) গুরুতর আহত হয়েছে। নিহত দুই ব্যবসায়ী অটোরিক্সার যাত্রী ছিলেন। হতাহতদের সবাই পাকুন্দিয়া উপজেলার বাসিন্দা। এদের মধ্যে মো. মফিজ উদ্দিন পাকুন্দিয়া বাজার এলাকার মৃত আবদুল ফালানের ছেলে। তিনি পাকুন্দিয়া বাজারের একটি ‘স’ মিলের মালিক। নিহত আরেক ব্যবসায়ী মিলন মিয়া পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর বাজার এলাকার গিয়াস উদ্দিন খানের ছেলে। তার মির্জাপুর বাজারে মুদি দোকান রয়েছে। অন্যদিকে আহত অটোরিক্সাচালক পাশা একই উপজেলার বিশ্বনাথপুরের বাসিন্দা। মঙ্গলবার সকাল ১০টার দিকে কিশোরগঞ্জ শহরতলীর মারিয়া ইউনিয়ন পরিষদ এলাকার কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও অটোরিক্সা যাত্রীরা জানিয়েছেন, পাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জগামী সিএনজিচালিত অটোরিক্সাটি মারিয়া ইউনিয়ন পরিষদ এলাকার মুরগীর খামার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের (কিশোরগঞ্জ ন-১১-০০০২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনাকবলিত অটোরিক্সার সামনে চালকের পাশে থাকা দুই যাত্রী মো. মফিজ উদ্দিন ও মিলন মিয়া এবং অটোরিক্সাচালক পাশা গুরুতর আহত হয়। এলাকাবাসী তাদের কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. মফিজ উদ্দিন ও মিলন মিয়াকে মৃত ঘোষণা করেন। এ সময় ব্যবসার মালামাল ক্রয়ের জন্য মিলন মিয়ার সঙ্গে থাকা দেড় লাখ টাকা হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক-স্টাফগণ উদ্ধার করেন। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান জানান, এ ঘটনায় দুর্ঘটনাকবলিত অটোরিক্সাটি উদ্ধার এবং ঘাতক পিকআপটিকে আটক করা হয়েছে। তবে পিকআপ চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
