মোটরসাইকেল দুর্ঘটনায় এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। তার নাম নুরুল আলম শুভ ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে । এ ঘটনায় অপর আহত নোমান গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে সাইনবোর্ড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দশম শ্রেণির ছাত্র নিহত শুভ স্থানীয় ধলিয়া উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও ওই ইউনিয়নের ধলিয়া গ্রামের ওমান প্রবাসী মো. সবুজের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে ফেনী-সোনাগাজী সড়কের সাইনবোর্ড নামক স্থানে আসলে একটি বাসের সাথে ধাক্কা লাগে। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান শুভ। অপর আরোহী স্কুল ছাত্রলীগের সহ-সভাপতি নোমান গুরুতর আহত হয়। আশাপাশের লোকজন তাদের ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে ময়নাতদন্ত শেষে বিকাল চারটার দিকে শুভর লাশ বাড়িতে নেওয়া হয়। তিন ভাইয়ের মধ্যে শুভ সবার বড় বলে জানা গেছে। তার মৃত্যুর খবরে সহপাঠী, স্বজনসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এদিকে শুভর মৃত্যুতে ফেনী সদর উপজেলা ছাত্রলীগেরর সভাপতি মো. ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুস শুক্কুর মানিক শোক প্রকাশ করেছেন। তারা শুভর আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
