ময়নাতদন্ত শেষ হয়েছে বিমান ছিনতাই করতে গিয়ে কমান্ডো অভিযানে নিহত ছিনতাইকারীর মৃতদেহের । মৃতদেহটি এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারি কমিশনার (কর্ণফুলী জোন) জাহিদুল ইসলাম।
তিনি বলেন, কমান্ডো অভিযানে নিহত ছিনতাইকারী কথিত মাহাদীর মরদেহ রবিবার রাতে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা প্রথমে সুরতহাল স¤পন্ন করি। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ চমেক হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করি। সেখানে ময়নাতদন্ত শেষে তার লাশ মর্গের হিমঘরে রাখা হয়েছে বলে জানান তিনি।
সুরতহাল প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, লাশের নাভির উপরে ডানপাশে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন আছে। এছাড়া শরীরে আর কোথাও আঘাতের কোনো চিহ্ন নেই।
