E-5ভারতের কেরালা রাজ্যের কোল্লামে একটি মন্দিরে অগ্নিকাণ্ডে শতাধিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০০ জন।

শনিবার দিবাগত রাতে মন্দিরে ধর্মীয় উৎসব উপলক্ষে আতশবাজি ফোটানোর সময় অগ্নিস্ফুলিঙ্গ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কোল্লামের পারাভুর এলাকার পুত্তিঙ্গাল মন্দিরে ধর্মীয় উৎসব উপলক্ষে আতশবাড়ি পোড়ানো হচ্ছিল। এ সময় অগ্নিস্ফুলিঙ্গ আতশবাজির স্তূপে এসে পড়লে আগুন ছড়িয়ে পড়ে। রোববার সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী ৯২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহতদের থিরুভানাথাপুরাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

কেরালার মুখ্যমন্ত্রী রমেশ চেন্নিথালা এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমগুলোকে বলেন, ‘প্রতিবছরই মন্দিরে উৎসব উপলক্ষে আতশবাজি পোড়ানো হয়। আটকে পড়াদের উদ্ধারে আমরা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930