আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নাসিরউদ্দিন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে ।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয় সাচ্চু ও হারুন গোষ্ঠীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিরামপুর এলাকায় সাচ্চু ও হারুন গোষ্ঠীর মধ্যে প্রভাব বিস্তার ও আধিপত্য নিয়ে বিরোধ চলছিল।
শনিবার সকালে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়লে দুপক্ষের লোকজন মাথায় হেলমেট, গায়ে লাইফ জ্যাকেট পরে এবং হাতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এই সংঘর্ষে নাসিরউদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত নাসিরউদ্দিন এলাকার পরিচিত সমাজসেবী হিসেবে পরিচিত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন,
“সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত ও আইনানুগ ব্যবস্থা নিতে তদন্ত চলছে।”

ঘটনার পর বিরামপুর ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, যাতে পুনরায় সহিংসতা না ঘটে সেজন্য টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

এখন আগের চেয়ে বেশি গ্রামীণ সমাজে সমঝোতা ও শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এলাকার সচেতন মহল বলছে, ছোটখাটো বিরোধ থেকে শুরু হওয়া এ ধরনের সংঘর্ষ প্রমাণ করে।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031