পিকআপ-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন আনোয়ারা থানাধীন চট্টগ্রাম- বাঁশখালী সড়কের শোলকাটা রাস্তার মাথা এলাকায় । এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

আহত চারজনের মধ্যে তিন জনের নাম – রবিউল হোসেন (২০), মোজাহিদ (২৪), সুকুমার (২৫)। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর একজনের নাম পাওয়া যায় নি।

বুধবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের এখনো পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম- বাঁশখালী সড়কের আনোয়ারা লাবিবা কনভেনশন হলের সামনে বিকেল সাড়ে ৩টার দিকে পিকআপ-সিএনজি টেক্সির মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও চার জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ জহিরুল ইসলাম জানান, আনোয়ারায় পিকআপ-সিএনজি অটোরিকশার সংঘর্ষে আহত চারজনকে মুমূর্ষু অবস্থায় বিকেল সাড়ে ৪টার দিকে চমেক হাসপতালে আনা হয়েছে। তাদের হাসপতালে চিকিৎসা চলছে।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031