পৃথক সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত এবং তিন পুলিশ সদস্য আহতের ঘটনা ঘটেছে ফেনীতে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে বাস চাপায় আকিবুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন এবং বিকেলে ফেনী-নোয়াখালী সড়কের পাঁচগাছিয়ায় পুলিশের টহলরত সিএনজি অটোরিক্সা দুর্ঘটনায় এক এএসআই ও দুই কনস্টেবল আহত হয়েছেন।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইমলাম জানান, চট্টগ্রম থেকে রংপুরগামী পিএম পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে এলে ওই বাসের সুপারভাইজার আকিবুর রহমান গাড়ি থেকে নিচে নেমে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির অপর একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত আকিবুর রংপুর জেলার জলঢাকা এলাকার শফিয়ার রহমানের ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
দুর্ঘটনায় ফেনী মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু সৈয়দ, কনস্টেবল রতন কুমার, কনস্টেবল জাফর গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সিএনজি অটোরিক্সটিকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।
