প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মন্টি চৌধুরী নামে একজন নিহত হয়েছেন চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারে। এ ঘটনায় অমিত চৌধুরী নামে আরেকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নগরীর আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের সিইসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার হাসপাতালে পাঠায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে ফ্লাইওভারের সিইসি এলাকায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ হামিদ জানান, গুরুতর আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে পাঠালে তাদের একজনকে ডাক্তার মৃত ঘোষণা করেন। নিহতের নাম অমিত চৌধুরী। আর আহত আরেকজন মন্টু চৌধুরীর অবস্থাও আশঙ্কাজনক। তবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।
