মিনি বাস চাপায় অজ্ঞাত (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে সীতাকুণ্ডের ছোট কুমিরা বাইপাস এলাকায় । শনিবার(১৫ জুন) সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করেচে কুমিরা ফায়ার সার্ভিস।
কুমিরা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রাম-সীতাকুণ্ড রোডে চলাচলকারী ৮নং মিনি বাস ছোট কুমিরা বাইপাস এলাকায় ঢাকামুখী সড়কে দাঁড়িয়ে যাত্রী নামানোর সময় একইমুখী আরেকটি বাসকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
এ সময় মিনি বাসের যাত্রী বাস চাপায় ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুল রহমান জানান, আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশটি চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
