সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন মৌলভীবাজারে । আজ (বৃহস্পতিবার) সকালে মৌলভীবাজারের আকবরপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকার আকবরপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদকসহ ২ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। পুলিশ ও স্থানীরা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফল ও সবজিবোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ২ জন নিহত হন। নিহত ১ জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন কুলাউড়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল মুহিত সবুজ। তার বাড়ি কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে।
নিহত অন্যজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আশংকাজনক অবস্থায় চালকসহ ৩ জনকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে মৌললভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে একজনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান ফল ও সবজি বোঝাই মিনি ট্রাকটি ঢাকা থেকে আসছিল। আহত ও নিহতরা সবাই মিনি ট্রাকে ছিলেন। বিএনপি নেতা আব্দুল মুহিত সবুজ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর চাউর হলে জেলা ও উপজেলায় তার রাজনৈতিক সহকর্মী ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার এই মর্মান্তিক মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031