পৃথক সড়ক দুর্ঘটনায় এক পথচারীসহ তিনজনের মৃত্যু হয়েছে মীরসরাই উপজেলা ও কক্সবাজারের রামুতে । কঙবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার পানেরছড়া বাজারে ট্রাকচাপায় কোরবান আলী (২৮) নামের এক পথচারী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এ সময় আহত হয় আরো একজন। গতকাল মঙ্গলবার বেলা ২টায় বাজারের পাশ্ববর্তী ব্রীজের উপর এ ঘটনা ঘটে। নিহত কোরবান আলী রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের খরুলিয়ার ছড়া এলাকার নুরুল আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পানেরছড়া বাজারের পাশের ব্রীজের ফুটপাত ধরে হাঁটার সময় কোরবান আলীকে কঙবাজারমুখী একটি ট্রাক চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। রামু হাইওয়ে ক্রসিং থানার ওসি মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানেরছড়া বাজার সংলগ্ন ব্রিজের ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় কোরবান আলীকে কঙবাজারমুখী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজন এগিয়ে গেলে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। পরে ট্রাকের নিচ থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করে ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের মীরসরাই উপজেলার করেরহাট বন বিভাগ অফিসের সামনে মালবাহী একটি ট্রাক ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে অটোরিকশার চালক ও যাত্রী দুজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয় ও জোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুর ১টায় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে নিহত হয় অটোরিঙার যাত্রী রুবেল বলি (২৮) ও চালক ইউসুফ (৩৫) প্রকাশ কালা। পেশায় সিএনজি অটোরিঙা চালক নিহত রুবেল বলি করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘেড়ামারা ফরেস্ট অফিসের এলাকার বাসিন্দা এবং ইউসুফ করেরহাট ইউনিয়নের উত্তর আলীনগর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী করেরহাট সিএনজি অটোরিকশা চালক সমিতির লাইন সম্পাদক নেজাম উদ্দিন জানান, অটোরিকশাটি ঘেড়ামারা এলাকার কবরস্থানের টার্নিং থেকে করেররহাট বাজারের দিকে রওনা দেয়, এতে অপরদিক থেকে আসা খাগড়াছড়িমুখী পাথর বোঝাই একটি ট্রাক ওভারটেক করার সময় অটোরিকশাকে চাপা দিলে দুইজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়। দুর্ঘটনার সময় আশেপাশে এলাকার লোকজন এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এ সময় ট্রাক ড্রাইভার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে জোরারগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে ঘটনাস্থল পরিদর্শন করে জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক সুবল চন্দ্র সিংহ জানান ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031