একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাঠবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিলে সাতজনের মৃত্যু হয়েছে গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে । আহত হয়েছেন আরও কমপক্ষে ২০ জন।

শুক্রবার রাত আটটার দিকে গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঢাকাটাইমসকে জানিয়েছেন, ঢাকা থেকে পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে একটি কাঠবোঝাই ট্রাককে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

ওসি জানান, ঘটনাস্থলে একজন, হাসপাতালে আনার পথে পাঁচজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়।

আহতদের গোপালগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।  হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে তাদের বাড়ি পিরোজপুর ও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায়।

দুর্ঘটনার পরপর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনগণ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

Share Now
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728