আবদুল্লাহ আল নোমান বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী বলেছেন,মুক্তিযোদ্ধাদের শ্রেষ্ঠ অর্জন হচ্ছে আমাদের স্বাধীনতা। আওয়ামীলীগ নিজেদেরকে অত্যন্ত নির্লজ্জভাবে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ধারক ও কৃতিত্বের দাবীদার মনে করে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় একটি কমিউনিটি সেন্টারে সদ্য প্রয়াত চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি গিয়াস উদ্দিন মৃধার স্মরণে মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মৃধা স্মৃতি সংসদ ও স্থানীয় বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় আবদুল্লাহ আল নোমান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন,ভোটাধিকার ও গণতন্ত্র নেই দীর্ঘদিন ধরে। বাক স্বাধীনতা ও মানবাধিকার ভূলুণ্ঠিত। নির্বাচন কমিশন, জাতীয় সংসদসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে অকার্যকর করে রাখা হয়েছে। শেখ মুজিবের ঘোষিত বাকশালের চেয়েও শেখ হাসিনার অঘোষিত বাকশালী শাসনের তীব্রতা অনেক বেশী।
জনগনের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে উল্লেখ করে নোমান বলেন, আন্দোলন ছাড়া সরকারের পতন ঘটানোর বিকল্প নেই, কারণ সরকার ভোটাধিকার কেড়ে নিয়েছে, নির্বাচনকে সরকার তামাশায় পরিণত করেছে।
তিনি আরো বলেন, আমাদের হাত-পা গুটিয়ে বসে থাকলে চলবে না। গণতন্ত্র ও ভোটাধিকার পূনঃপ্রতিষ্ঠা করতে চাইলে দলকে সাংগাঠনিকভাবে শক্তিশালী করে রাজপথের আন্দোলন জোরদার করতে হবে। রাজপথের আন্দোলনে সফল হতে হলে সাংগাঠনিকভাবে যারা অক্ষম ও আয়েশী মনোভাব সম্পন্ন তাদের উচিত জেল-জুলুমকে আলিঙ্গন করে যারা রাজপথের আন্দেলনে সামনের দিকে অগ্রসর হতে পারবে তাদেরকে নেতৃত্বের অগ্রভাগে জায়গা করে দেওয়া।
প্রয়াত মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মৃধার কর্মময় জীবনের উপর আলোকপাত করে আবদুল্লাহ আল নোমান বলেন, তিনি ছিলেন দলের নিবেদিত প্রাণ একজন দক্ষ সংগঠক। মৃত্যুর পূর্ব দিনেও মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন মৃধা ব্যক্তি জীবনে তাঁর অবস্থান থেকে বিএনপি এবং মুক্তিযোদ্ধা দলকে সংগঠিত করার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর মত মুক্তিযোদ্ধারাই ছিল বিএনপির শ্রেষ্ঠ সম্পদ এবং তাঁদের কারণেই বিএনপি সংখাগরিষ্ঠ মুক্তিযোদ্ধার দল।
প্রধান বক্তার বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশে গণতন্ত্র এখন হারানো অতীত। চট্টগ্রাম মহানগর বিএনপিকে তৃণমূল পর্যায়ে সংগঠিত করে আমরা আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করব। হামলা, মামলা এবং নির্যাতন চালিয়ে সরকার আমাদেরকে নিবৃত্ত করতে পারবে না। সরকারের দমন, পীড়নকে আমরা রাজনৈতিকভাবে প্রতিহত করব।
বিশেষ অতিথির বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, শেখ হাসিনার অবৈধ সরকার দমন, পীড়ন চালিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করে ক্ষমতাকে চিরস্থায়ী করার অপচেষ্টা চালাচ্ছে, কিন্তু সরকারের সে অপচেষ্টা সফল হবে না। আমরা জেল-জুলুমকে পরোয়া করি না।
পাহাড়তলী থানা বিএনপির আহবায়ক ও মুক্তিযোদ্ধা গিয়াস মৃধা স্মৃতি সংসদের আহবায়ক শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকদলের যুগ্ম-সম্পাদক নুরুল্লাহ বাহার,বন্দর শ্রমিকদরের সভাপতি শামসুল আলম, মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল, মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহম্মদ আলী প্রমুখ।
