দুর্বৃত্তরা কুমিল্লার চান্দিনায় রাতের অন্ধকারে নৌকা প্রতীক প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের নির্বাচনী অফিসে ভাংচুর করেছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিনগত রাতে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে চান্দিনা পৌরসভার ৩নং ওয়ার্ড হারং গ্রামের বক্সীর পোল এলাকায় ওই ঘটনা ঘটে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে স্থানীয় লোকজন এসে এ ঘটনা দেখে এবং পুলিশে খবর দেয়।

জানা যায়, ওই ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা-কর্মীরা নৌকা প্রার্থীর ওই নির্বাচনী কার্যালয়ে প্রতিদিন অবস্থান নেন এবং নির্বাচনী প্রচারণা করেন। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত নেতা-কর্মীরা ওই অফিসে কার্যক্রম শেষে চলে যাওয়ার পর রাতের কোন এক সময় ওই দুর্বৃত্তরা ওই নির্বাচনী কার্যালয়ে ঢুকে এলোপাথারী কুপিয়ে পুরো অফিসটিতে ভাংচুর চালায়। কার্যালয়ের সিসি ক্যামেরায় সেই হামলার ভিডিওর কিছু চিত্র পাওয়া যায়। সেখানে দেখা যায়, তিনজন দুর্বৃত্ত হাতে ছেনি নিয়ে কার্যালয়টিতে প্রবেশ করে এলোপাথারী কুপিয়ে ভাংচুর চালায়। এতে নির্বাচনী অফিসের টেবিল চেয়ার, ব্যানার, পোস্টার, অস্থায়ী কর্যালয়ের বেস্টুনিসহ জরুরী সামগ্রী তছনছ করে।

নৌকা প্রতীক সমর্থকদের অভিযোগ, প্রচারণা শুরু দিক থেকে ঈগল প্রতীক প্রার্থী মুনতাকিম আশরাফ টিটু সমর্থিত লোকজন একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে ঈগল প্রতীকের লোকজনই পূর্ব পরিকল্পিত ভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে। এসময় স্থানীয় লোকজন এ হামলার তীব্র প্রতিবাদ জানান।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930