চট্টগ্রামের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং চট্টগ্রামকে জলাবদ্ধতামুক্ত পরিকল্পিত আধুনিক নগরীতে পরিণত করার প্রত্যয় নিয়ে আমি নাগরিকদের কাছে ভোট প্রার্থনা করছি আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন। আমার বিশ্বাস, চট্টগ্রামের নাগরিক সমাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আকাঙ্ক্ষা অনুযায়ী চট্টগ্রামকে মেগা সিটিতে পরিণত করতে নৌকা প্রতীকে স্বতঃস্ফুর্তভাবে ভোট দিয়ে বিজয়ী করবেন। তিনি গতকাল বুধবার দুপুরে নগরীর কেসিদে রোডস্থ প্রধান নির্বাচনী কার্যালয় থেকে নেতাকর্মীদের সাথে ৪ নং চান্দগাঁও, ৫ নং মোহরা ও ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডে গণসংযোগকালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ভুটান, নেপালসহ ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সাতটি রাজ্যে চট্টগ্রাম বন্দর থেকে ট্রানজিট সুবিধা প্রধান করা হলে হাজার হাজার কোটি আয় হবে। এর ফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরাধ্য সোনার বাংলা রূপান্তিত হবে এবং এর বীজ বোপিত হবে এ চট্টগ্রাম থেকেই। জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামের উন্নয়নের জন্য ৩০ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। এছাড়াও আছে বড় বড় মেগা প্রকল্প গ্রহণ করেছেন। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দক্ষিণ-পূর্ব এশিয়ায় চট্টগ্রাম নগরী হবে আন্তর্জাতিক মানের নগরীতে রূপান্তিত হবে। কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এ ধরণের একাধিক মেগা প্রকল্পের কাজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ অন্যান্য সেবা সংস্থাগুলো বাস্তবায়ন করে যাচ্ছে। এ প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে নগরবাসীকে সাময়িক কষ্ট পেতে হলেও একদিন তারা এ প্রকল্পগুলোর সুফল ভোগ করবেন। রাজনীতি কখনো অর্থবিত্ত বা পেশা হতে পারে না। রাজনীতি হতে হবে গণ কল্যাণমুখী। এ চেতনাকে আমি ধারণ করে চট্টগ্রাম নগরবাসীর কর্তব্যনিষ্ঠ সেবক হতে চাই।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বিএনপি নানা রকম অপ্রপ্রচার চালাচ্ছে, তারা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাদের এ অপ্রপ্রচার ও বিভ্রান্তির সমুচিত জবাব ভোটের দিন দিতে হবে। মনে রাখতে হবে তাদের মধ্যে জনগণের প্রতি দায়বদ্ধতা ও দেশপ্রেমের অভাব রয়েছে। তাই তারা বিপদগামী, এরা একদিন সাত মার্চের ভাষণ ও জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করেছিল। উচ্চ আদালতের রায়ে জয় বাংলা আজ জাতীয় স্লোগাণে পরিণত হয়েছে। ৭ মার্চের ভাষণ জাতি সংঘের ইউনুস্কো কর্তৃক প্রামাণ্য দালিলিক ঐতিহ্য হিসাবে স্বীকৃত পেয়েছে।
এসময় তার সাথে ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, মহিলা সম্পাদিকা জোবাইরা নার্গিস খান, চান্দগাঁও থানার আহবায়ক নুরুল ইসলাম, নুর মোহাম্মদ নুরু, এডভোকেট আইয়ুব খান, সাইফুদ্দীন খালেদ সাইফু, নিজাম উদ্দীন নিজু, সাবেক আরশাদুল আলম বাচ্চু, মোহরা ওয়ার্ডের মো. রফিকুল আলম, নাজিম উদ্দীন চৌধুরী, মো. জসিম উদ্দীন, খালেদ হোসেন খান, কাজী নুরুল আমিন, পূর্ব ষোলশহর ওয়ার্ডের মো. শামসুল আলম, এম আশরাফুল আলম প্রমুখ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031