পটিয়া থানা পুলিশ ১২টি চোরাই মোটরসাইকেল ও মাস্টার কী সহ আন্তঃজেলা চোর চক্রের ৮ সক্রিয় চোরকে গ্রেফতার করেছে পটিয়ায় ।

বুধবার (২৭ মার্চ) পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলামের নির্দেশনায় পটিয়া থানার অফিসার ইনচার্জ জসীম উদ্দীনের নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলামসহ থানার একদল পুলিশ কক্সবাজার জেলার চকরিয়া, রামু, পটিয়া ও চট্টগ্রামের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

চোর চক্রের এ সদস্যরা মোটরসাইকেলের মাস্টার কী’র মাধ্যমে অভিনব কায়দায় মাত্র ৩ থেকে ৫ সেকেন্ডেরর মধ্যেই সুযোগ বুঝে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যেতে সক্ষম বলে পুলিশের সামনে গণমাধ্যমকর্মীদের জানান, চক্রের অন্যতম মূল হোতা রাসেল।

অভিযান পরিচালনাকালে পটিয়া থানার এসআই শিমুল চন্দ্র দাস, মোঃ আসাদুর রহমান, অনুপ কুমার বিশ্বাস, ফয়েজ আহাম্মদ ও মোঃ মহিউদ্দিনের সহায়তায় চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা এবং কক্সবাজার জেলার চকরিয়া ও রামু থানা এলাকায় অভিযান পরিচাল করে আন্তঃজেলার মোটরসাইকেল চোর চক্রের মূল-হোতাসহ সক্রিয় ৮ চোরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পটিয়া থানার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন, মাহামদুল মেম্বার বাড়ীর মৃত নুরুল আলমের পুত্র ও গ্রেফতারি পরোয়ানা এবং ৯টি বিভিন্ন মামলার আসামি হুমায়ন কবির প্রকাশ মোঃ শরীফ প্রকাশ রাসেল প্রকাশ বাঁচা (৩২), হাটহাজারী থানার চৌধুরী হাট, আচার্য পাড়া, ইউসুফের বাড়ীর নুর হোসেনের পুত্র মোঃ সাকিব (২৪), পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নয়াহাট নুর মোহাম্মদের বাড়ীর মৃত নুর মোহাম্মদের পুত্র মোঃ খোরশেদ আলম (২৭), একই উপজেলার ভাটিখাইন ইউনিয়নের জাফর চেয়ারম্যানের বাড়ীর মোঃ মীর কাশেমের পুত্র মেহেদী হাসান (২৪), কক্সবাজার জেলার চকরিয়া থানার দক্ষিণ গুনিয়া, ফকিরহাট খোলা এনাম এর ঘর ফাঁসিয়াখালী ইউনিয়নের মোঃ এনামুল হক এর পুত্র মোঃ আলমগীর প্রকাশ বাবলু (২৬), একই জেলা ও থানার রাজারবিল, গুরা মিয়ার বাড়ীর ফাঁসিয়াখালী ইউনিয়নের গুরা মিয়ার পুত্র শাহাদাত হোসেন প্রকাশ পুতু (২৫), একই জেলা ও ইউনিয়নের রামপুর শাহারবিল, আবুল কাশেম এর বাড়ীর শাহারবিল ইউনিয়নের আবুল কাশেম এর পুত্র মোঃ মিরাজ (২৬) ও কক্সবাজার জেলার চকরিয়া থানার ফুলতলা, আমিন সওদাগর বাড়ীর নুরুল আমিন এর পুত্র মোঃ হানিফ (২৭)।

আসামীদের দেখানো ও স্বীকারোক্তি মতে তাদের হেফাজত থেকে চোরাইকৃত ১টি খাঁচ কাটা চাবি, যা মাস্টার কী নামে পরিচিত, ১টি লাল ও কালো রংয়ের ১২৫ সিসি মোটরসাইকেল, ১টি নীল রংয়ের ১৬০ সিসির মোটরসাইকেল, ১টি লাল কালো ও ছাই রংয়ের ১২৫ সিসির ডিসকভার মোটরসাইকেল, ১টি লাল কালো ও ছাই রংয়ের ১১০ সিসি ডিসকভার মোটরসাইকেল, ১টি হলুদ ও কালো রংয়ের ১২৫ সিসি স্ট্রাইকার টিভিএস মোটরসাইকেল, ১টি লাল কালো রংয়ের ১৬০ সিসির মোটরসাইকেল, ১টি লাল কালো রংয়ের মোটরসাইকেল, ১টি লাল কালো রংয়ের ১৫০ সিসির পালসার মোটরসাইকেল, ১টি লাল সাদা কালো রংয়ের ১২৫ সিসির ডিসকভার মোটরসাইকেল, ১টি লাল কালো রংয়ের ১২৫ সিসির ডিসকভার মোটরসাইকেল ও ১টি লাল কালো রংয়ের মোটরসাইকেল উদ্ধার করা হয়।

ধৃত আসামীদেরকে আদালতে সোর্পদ করা হয় বলে জানান পটিয়া থানার ওসি মোঃ জসিম উদ্দিন।

Share Now
November 2025
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930