মির্জা ফখরুল ইসলাম আলমগীর  মহাসচিব বিএনপি নির্বাচনে আসুক এটা সরকার চাইছে না বলে অভিযোগ করেছেন  । তিনি বলেন ‘শেখ হাসিনা আর একবার ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে পারে তাহলে বাংলাদেশের পতাকাও থাকবে না। আজকে আপনাদের বলে গেলাম।’

রবিবার রাজধানীতে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের এক আলোচনায় ফখরুল এ কথা বলেন। তিনি বলেন,

বিএনপিকে বাদ দিয়ে সরকার নির্বাচন করতে চায় এমন মন্তব্য করেন বিএনপি নেতা। তিনি বলেন, ‘আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করতে চায়। কারণ তারা জানে বিএনপি নির্বাচনে আসলে তারা জিততে পারবে না। এজন্য আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, নতুন নতুন মিথ্যা মামলা দিচ্ছে। তারা আমাদের কারাগারের রেখে, আদালতে হাঁটিয়ে তারা নির্বাচন করতে চায়। ’

‘আমাদেরকে কারাগারে পাঠিয়ে আর আদালতে বারান্দায় হাঁটিয়ে নির্বাচন করবে তাহলে তারা (আওয়ামী লীগ) আহাম্মকের স্বর্গে বাস করছে’-বলেন ফখরুল।

নিরপেক্ষ সরকারের বিএনপি নির্বাচনে অংশ নিতে চায় এমনটা জানিয়ে ফখরুল বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন আর বাংলাদেশে হবে না।’

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদেরকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। এবং নিরপেক্ষ সরকারের অধীনে সবার অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’

অনুষ্ঠানে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান বর্তমান সরকারকে দখলদার দাবি করেন। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘এই দখলদার সরকারকে সরাতে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এখন থেকে প্রস্তুতি নিন। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য জীবনবাজি রেখে আন্দোলন করতে হবে আপনাদের।’

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031