পরবর্তী পররাষ্ট্র সচিব- মাসুদ বিন মোমেন নাকি রাবাব ফাতিমা কে হচ্ছেন ? সচিব হওয়ার দৌড়ে আরো অনেকে থাকলেও এখন এ দু’জন এগিয়ে। কূটনৈতিক  সূত্র তা-ই বলছে। এ-ও বলা হচ্ছে ঈদের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সে মতে, ফাইল প্রস্তুতি এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। প্রশাসনিক আদেশসহ পুরো প্রক্রিয়া শেষ হতে হয়ত কিছুটা সময় লাগবে। সূত্র মতে, সচিব হওয়ার দৌড়ে এগিয়ে থাকা রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন নিউইয়র্কস্থ জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসাবে রয়েছেন ২০১৫ সালের নভেম্বর থেকে। তার আগে তিনি জাপানে এবং তারও আগে তিনি ইতালীতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

৫ম বিসিএস এর মাধ্যমে পেশাদার কূটনীতিক হিসেবে চাকরিজীবন শুরু করা মাসুদ বিন মোমেন তার দীর্ঘ ক্যারিয়ারে নিউইয়র্ক, ইসলামাবাদ, সার্ক সেক্রেটারিয়েট এবং পররাষ্ট্র সচিবের দপ্তরের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে সচিব পদ মর্যাদায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকারী ওই কর্মকর্তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলায়। এদিকে ৬ষ্ঠ বিসিএসএর মাধ্যমে চাকরি জীবন শুরু করা মিজ রাবাব ফাতিমা বর্তমানে জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দাায়িত্ব পালন করছেন। তার আগে দীর্ঘ সময় তিনি (লিয়েনে) আইওএম এবং কমনওয়েলথ সেক্রেটারিয়েটে কাজ করেছেন। অতিরিক্ত সচিব পদমর্যাদার পেশাদার ওই নারী কূটনীতিক নিউইয়র্ক, কলকাতাসহ বিভিন্ন দেশে কূটনৈতিক অ্যাসাইনমেন্ট করেছেন। তারও পৈতৃক নিবাস ব্রাক্ষণবাড়িয়া জেলায়।    

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031