টিনেজ গর্ভধারণ, গর্ভপাত ও এমন সম্পর্কে জন্ম নেয়া সদ্যজাত শিশুকে ফেলে দেয়া প্রতিরোধে যৌনতা থেকে বিরত থাকার পরামর্শ কোনো সমাধান নয়। এমন পরামর্শ দিয়েছেন মালয়েশিয়ার এ বিষয়ে একজন বিশেষজ্ঞ। তিনি রিপ্রোডাক্টিভ রাইটস এডভোকেসি এলায়েন্স মালয়েশিয়ার (আরআরএএএম) ভাইস প্রেসিডেন্ট রাধাকৃষ্ণা। স্কুল পর্যায়ে যৌন শিক্ষার বিষয়ে গুরুত্ব দিতে গিয়ে তিনি ওই মন্তব্য করেছেন। রাধাকৃষ্ণ বলেছেন, আমাদের শিশু কিশোরদের শারীরিক স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধা ও বয়োঃসন্ধিক্ষণ সম্পর্কে শিক্ষা দিতে হবে। তাদেরকে শুধু যৌন সম্পর্ক থেকে বিরত থাকার পরামর্শ হবে অর্থহীন। তাদেরকে এমন সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকার পরামর্শ দেয়ায় কোনো সমস্যার সমাধান হবে না। এমন একটি বিষয়ে কিশোর কিশোরীদের যারা শিক্ষা দেবেন সেইসব শিক্ষককে যথাযথভাতে প্রশিক্ষণ নিতে হবে।
আর এ বিষয়টিতে স্কুলেই শুধু শিক্ষক বা শিক্ষিকা তার সন্তানকে শিক্ষা দেবেন, যদি অভিভাবকরা এমনটা মনে করেন তাহলে সমস্যার সমাধান হবে না।
