একজনের পরিচয় মিলেছে রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় শুক্রবার র্যাবের জঙ্গি বিরোধী অভিযানে নিহত তিন জঙ্গির। জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার সার্ভারে নিহত জঙ্গি জাহিদের ফিঙ্গার প্রিন্ট ম্যাচ করে তার পরিচয় নিশ্চিত হয়েছে র্যাব। জাহিদের আসল নাম মেজবা উদ্দিন (২৫)। বাবার নাম এনামুল হক। মায়ের নাম তাহমিনা আক্তার। গ্রামের বাড়ি কুমিল্লা।
র্যাব সূত্র জানায়, অভিযান শেষে র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে দু’টি আইডি কার্ড উদ্ধার করেছিল। এর একটি ছিল মূল কপি। আরেকটি ফটোকপি। একটিতে নাম ছিল জাহিদ, অপরটিতে সজিব। দুই কপিতে ভিন্ন রকম নাম থাকলেও ছবি ছিল একই ব্যক্তির। এতে নিহত জাহিদের পরিচয়পত্রটি ভুয়া বলে সন্দেহ করে র্যাব। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত জাহিদের ফিঙ্গার প্রিন্ট জাতীয় পরিচয়পত্রের সার্ভারের ফিঙ্গার প্রিন্টের সঙ্গে মিলে যায়। জাতীয় পরিচয়পত্রে মেজবা উদ্দিনের জন্ম তারিখ দেয়া আছে, ১লা জানুয়ারি ১৯৯৩।
সূত্র জানায়, নিহত অপর দুই জঙ্গিরও ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করেছে র্যাব। তাদের ফিঙ্গার প্রিন্টের সঙ্গে ন্যাশনাল আইডি কার্ডের সার্ভারে কোনো মিল পাওয়া যায়নি। তবে তাদের পরিচয় উদঘাটন করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় তেজগাঁও থানায় র্যাব বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইন একটি মামলা দায়ের করেছে। মামলা নম্বর-১০। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।
