বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের সঙ্গে তার স্ত্রীসহ পরিবারের পাঁচ সদস্য দেখা করেছেন। আজ সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার স্ত্রীসহ পরিবারের পাঁচ সদস্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) সাক্ষাৎ করতে যান।
এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবীর চৌধুরী জানান, মাজেদের স্ত্রীসহ পরিবারের পাঁচ সদস্য কারাগারে তার সঙ্গে সাক্ষাত করেছেন। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা সাক্ষাৎ করতে আসেন।
মাজেদের রায় কার্যকরের বিষয়ে অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন জানান, উধ্বর্তন কর্তৃপক্ষের আদেশ পেলেই যে কোন মুহূর্তে রায় কার্যকর করা হবে।
গত ৬ই এপ্রিল রাতে ঢাকার গাবতলী এলাকা থেকে মাজেদকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি দীর্ঘদিন ভারতে পালিয়ে ছিলেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
