দেশজুড়ে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতাল শুরু হয়েছে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে । সকালের শুরুতেই রাজধানীর পল্টন মোড় অবরোধ করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিবিবির নেতাকর্মীরা। তবে এখন পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে স্বাভাবিক রয়েছে যান চলাচল। হরতালের শুরুতে রাজধানীতে এখন পর্যন্ত কোনও সহিংসতার খবর পাওয়া যায়নি। সোমবার (২৮ মার্চ) ভোর ৬টা থেকেই পল্টন মোড় অবরোধ করে সংগঠনটি। বেলা ১২টা পর্যন্ত পল্টন মোড়েই অবস্থান করবে তারা। এদিকে সকাল ৬টা ৪০মিনিটে টিএসসি থেকে মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট ও ছাত্র ইউনিয়নের কর্মীরা। শাহবাগ মোড়ে পৌঁছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা রাস্তা বন্ধ করে দিয়ে অবস্থান নিয়ে শ্লোগান দিতে শুরু করে।
কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের পিকেটিং বা সহিংসতা লক্ষ্য করা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনীকে রাস্তার পাশে অবস্থান নিতে দেখা যায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031