ঢাকা : শুক্রবার দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের স্কোর ৬ উইকেটে ৩৪০। এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩২৮ রানে গুটিয়ে যায়।
ইংল্যান্ডকে ভালোই জবাব দিচ্ছে পাকিস্তান। ইতিমধ্যে সফরকারীরা ১২ রানের লিড নিয়েছে। সেঞ্চুরির দেখা পেয়েছেন আসাদ শফিক ও ইউনুস খান।

স্কোরবোর্ডে ৩ রান নিয়ে দ্বিতীয়দিনের খেলা শুরু করেন পাকিস্তানের ইয়াসির শাহ ও আজহার আলী। দুজন পাকিস্তানকে ৫২ রান পর্যন্ত টেনে নেন। ২৬ রান করা ইয়াসির শাহকে ফিরিয়ে প্রথম আঘাত করেন ফিন। লেগ স্পিনারের বিদায়ের পর ব্যাটিং অর্ডার পরিবর্তন করে নিজেকে ছয় থেকে চারে নিয়ে আসেন আসাদ শফিক।

চতুর্থ উইকেটে নেমে দারুণ খেলেন ইউনুস খান। ক্যারিয়ারের ১৯৩তম ইনিংসে ডানহাতি এ ব্যাটসম্যান ৩২তম সেঞ্চুরি তুলে নেন। দুজন চতুর্থ উইকেটে ১৫০ রান সংগ্রহ করেন। শফিক সেঞ্চুরি তুলে নিয়ে ১০৯ রানে সাজঘরে ফিরে গেলেও দিনের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ইউনুস খান। ১৪৪ বলে ১০১ রানে অপরাজিত থাকেন ইউনুস খান। ১৭ রানে তার সঙ্গে রয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ।

Share Now
January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031