স্পট ফিক্সিংয়ের অভিযোগে পাকিস্তানি ওপেনার শারজিল খানকে বরখাস্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, ক্রিকেটে ফেরার জন্য শারজিল এখন মোহাম্মদ আশরাফুলকে দেয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি কমিটির রায়ের ওপর নির্ভর করছেন। পাকিস্তান অবজারভারের এক প্রতিবেদনে বলা হয়, ঢাকার শীর্ষ পর্যায়ের কিছু সূত্রমতে শারজিল খানের আইনজীবী বিসিবিকে একটি চিঠি পাঠিয়েছে। এতে কি পরিস্থিতিতে আশরাফুলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথীল করা হয়েছে তার বিস্তারিত জানানোর অনুরোধ করা হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়, ওই চিঠির একটি অনুলিপি দেখেছে পাকিস্তান অবজারভার।
শারজিল খানের আইনজীবী শাইগান ইজাজ এর সত্যতা নিশ্চিত করে অবজারভারকে বলেছেন, ‘আশরাফুলের ঘটনার পরিপ্রেক্ষিত হয়তো আলাদা হতে পারে কিন্তু আমরা আরো বিস্তারিত জানতে চেয়েছি।’ তিনি আরো বলেন, ‘আশরাফুলের ঘটনা নিয়ে বিস্তারিত বিসিবি যদি শেয়ার না করে, তাহলে তারা আশরাফুলের লন্ডন ভিত্তিক আইনজীবী ইয়াসিন পাটেল কে অনুরোধ করবেন।’।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
