সঙ্গে আছে চীন। দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তি ভারত-পাকিস্তান। এই তিন দেশের শামরিক শক্তি নিয়ে বিশ্ব মিডিয়ায় প্রায় সময় খবর প্রকাশতি হয়। আবার এই তিন দেশের মধ্যে ভারত-পাকিস্তানের বিরোধ তুঙ্গে। দুই দেশের ক্রিকেট খেলা নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। কেউ কাউকে ছেড়ে কথা বলতে চায় না। যদিও ভারতের তুলনায় পাকিস্তান আয়তনে অনেক ছোট রাষ্ট্র। তবুও ভারতের সঙ্গে সমান তালে পাল্টা দিয়ে যাচ্ছে। এবার জানা গেলে ভারতের তুলনায় পাকিস্তানের পারমাণবিক বোমার শক্তি অনেক বেশি। এবং বোমা সংখ্যাও পাকিস্তানের হাতে বেশি।

ব্রিটিশরা উপমহাদেশ ছেড়ে যাওয়ার সময় ভারত ও পাকিস্তানে ভাগ করে যায়। পরে ভারত-পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়। এর মধ্যে পাকিস্তান কত বড় দেশ এবং এর পারমাণবিক সক্ষমতা কেমন।

দক্ষিণ এশিয়ার দেশটিতে জনসংখ্যা ২১ কোটি ২৭ লাখে বেশি। জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের ৫ম বৃহত্তম রাষ্ট্র এবং আয়তনের দিক থেকে ৩৩তম বৃহত্তম রাষ্ট্র। পাকিস্তানের দক্ষিণে আরব সাগর এবং ওমান উপসাগরীয় উপকূলে ১০৪৬ কিলোমিটার (৬৫০ মাইল) উপকূল রয়েছে এবং এটি পূর্ব দিকে ভারতের দিকে, আফগানিস্তান থেকে পশ্চিমে, ইরান দক্ষিণ-পশ্চিমে এবং উত্তর-পূর্ব দিকে চীন সীমান্তে অবস্থিত।

এটি উত্তর-পশ্চিমে আফগানিস্তানের ওয়াখান করিডোরের দ্বারা তাজিকিস্তান থেকে সংকীর্ণভাবে বিভক্ত এবং ওমানের সাথে সামুদ্রিক সীমান্ত রয়েছে। প্রাচীন সিন্ধু অঞ্চল যা মোটামুটি বর্তমান পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম অংশ ছাড়া বাকিটা নিয়ে গঠিত, প্রাচীনকালে নব্য প্রস্তর যুগীয় মেহেরগড়সহ অনেক উন্নত সভ্যতার উৎপত্তিস্থল ছিল।

ব্রোঞ্জ যুগে সিন্ধু সভ্যতায় (২৮০০- ১৮০০খ্রিষ্টপূর্বাব্দ) হরপ্পা ও মহেঞ্জোদাড়ো নামে দুটি উন্নত নগর ছিল। বৈদিক যুগে (১৫০০ – ৫০০ খ্রিষ্টপূর্ব) ইন্দো আর্যদের মাধ্যমে এখানে হিন্দুদের গোড়াপত্তন হয়, যা পরবর্তীতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। লতান শহর হিন্দুদের গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা কেন্দ্রে পরিণত হয়। ভারতীয় অঞ্চলে ঔপনিবেশিক আমলকে দুই ভাগে ভাগ করা হয় যথা: ১. ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামল, ২. ব্রিটিশ সরকারের শাসনামল।

তবে পাকিস্তান প্রথম থেকেই ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনাধীনে যায়নি। কারণ তখনও এই অঞ্চলে স্বাধীনভাবে রাজারা শাসন করতো। তারপর ধীরে ধীরে পাকিস্তান অঞ্চল ব্রিটিশ অধিভুক্ত হয়। পাকিস্তানের মূল ভূখণ্ডটি কয়েকটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত। যথা- পাঞ্জাব-সিন্ধু-খাইবার পাখতুনখোয়া-বেলুচিস্তান-আজাদ কাশ্মির-গিলগিট-বালতিস্তান -ইসলামাবাদ রাজধানী অঞ্চল পাকিস্তানের সরকারি ভাষা ইংরেজি এবং জাতীয় ভাষা উর্দু।

এছাড়াও দেশটিতে পাঞ্জাবি, সিন্ধি, সারাইকি, পশতু, বেলুচি, ব্রাহুই ইত্যাদি ভাষা প্রচলিত। ২০১৭ সালের আদমশুমারি অনুযায়ী পাকিস্তানের জনসংখ্যা ২১ কোটির বেশি। দেশটির আয়তন ৯ লাখ ৭ হাজার ৪৬০ বর্গকিলোমিটার (বিতর্কিত কাশ্মির অঞ্চল বাদে)।

পাকিস্তানে মোট জনসংখ্যার ৯৬ শতাংশের বেশি মুসলিম, দুই শতাংশের বেশি হিন্দু এবং বাকি অংশ বিভিন্ন র্ধমের অনুসারী। দক্ষিণ এশিয়ায় পারমাণবিক অস্ত্রে এগিয়ে পাকিস্তান। ধারণা করা হয়- দেশটির কাছে আছে ১৬৫টি পারমাণবিক বোমা। ভারতের কাছে রয়েছে ৯০ থেকে ১১০টি পারমাণবিক অস্ত্র।

সাম্প্রতিক সময়ে পারমাণবিক বোমার সংখ্যা বাড়িয়েছে দেশটি। অনেকে আশঙ্কা করেন, প্রতিবেশী ভারতের সঙ্গে দেশটির লড়াই কোন এক সময় পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে। যার কারণে এই ক্ষেত্রে তারা নিজেেদের ভারতের চেয়ে এড়িয়ে রাখতে চায়। সূত্র: ডয়চে ভেলে ও উইকিপিডিয়া

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031