জেনারেল রাহিলের মেয়াদ আর মাত্র চার সপ্তাহ রয়েছে। ভারতের সাথে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান রাহিল শরিফের মেয়াদ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি ইতোপূর্বে বলেছিলেন, তিনি মেয়াদ বাড়াতে চান না। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সব পক্ষই মত পরিবর্তন করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পেশাদারিত্ব, স্বচ্ছতা ইত্যাদি কারণে সেনাবাহিনী এবং সামগ্রিকভাবে পাকিস্তানে রাহিল শরিফের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। তবে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাথে তার সম্পর্ক কিছুটা শিথিল বলে ধারণা করা হচ্ছে।
রাহিলের মেয়াদ এক বছর বাড়ানোর জন্য দলের লোকজন নওয়াজকে পরামর্শ দিয়েছে বলে জানা গেছে। তবে তিনি সেই পরামর্শ শুনেছেন, এমন কিছু জানা যায়নি। তাছাড়া রাহিল শরিফ দায়িত্বে থাকায় সামরিক বাহিনীর ওপর তেমন কর্তৃত্ব ফলাতে পারছে বর্তমান বেসামরিক প্রশাসন। এ কারণে নওয়াজ চাচ্ছেন, তার অনুগত কাউকে ওই পদে বসাতে।- সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
