পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল বাবর ইফতিখার বিরোধী ১১ দলীয় জোটের (পিডিএম) সঙ্গে সেনাবাহিনীর গোপন যোগাযোগ রক্ষার অভিযোগকে উড়িয়ে দিয়েছেন । তিনি এমন গুজব নাকচ করে দিয়ে বলেছেন, সেনাবাহিনীকে রাজনীতিতে টেনে আনবেন না। সোমবার তিনি সামা টিভিতে আলোচনাকালে আরো বলেছেন, যেসব মানুষ এমন আন্দাজনির্ভর কথা বলছেন, তাদেরকে অনুরোধ করবো সেনাবাহিনীকে রাজনীতিতে টেনে না নিতে। তিনি আরো বলেছেন, সেনাবাহিনীর হাত এখন কাজে পূর্ণ। তাদের রয়েছে নিরাপত্তা, আভ্যন্তরীণ ও বৈদেশিক হুমকি মোকাবিলার বিশাল দায়িত্ব। তাই প্রমাণ ছাড়া কারো এমন অভিযোগ করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এমন আন্দাজনির্ভর কথা বন্ধ হওয়া উচিত। যদি কারো কাছে এমন দাবির পক্ষে প্রমাণ থাকে তাহলে তাদের সামনে আসা উচিত।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | |
