বিজিবি সদস্যরা উখিয়ার কোটবাজারে ইজিবাইক তল্লাশী করে ১৫হাজার প্যাকেট বার্মিজ সিগারেট সহ এক পাচারকারীকে আটক করেছে। মঙ্গলবার দুপেুরে ৩৪ বিজিবি’র মরিচ্যা যৌথ চেকপোষ্টের জোয়ানরা এ অভিযান চালায়।আটক মো. মোশারফ হোসেন (২৬) চকরিয়া উপজেলার রিরিঙ্গা বায়তুস সড়ক এলাকার নেছার আহম্মেদের পুত্র।বিজিবি ৩৪ ব্যাটলিয়নের অতিরিক্ত পরিচালক মো. আবুল খায়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবি মরিচ্যা যৌথ চেকপোষ্ট এর সদস্যগণ উখিয়ার কোটবাজারে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি ইজিবাইক তল্লাশী করে ১৫হাজার প্যাকেট বার্মিজ সিগারেট সহ এক পাচারকারীকে আটক করে। উদ্ধার সিগারেটের আনুমানিক মূল্য সাড়ে ৭৬হাজার টাকা। মালামাল সহ আটক পাচারকারীকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
