দু’জন নিহত হয়েছে পাথর বোঝাই ট্রাক উল্টে নিয়ন্ত্রণ হারিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে। আহত হয়েছে কমপক্ষে আরও ১২জন।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ভোর সাড়ে ৪টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার মতিহারা বাজার এলাকায়। নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার কালীপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল মান্নান (৩৫) ও একই গ্রামের তাজুল ইসলামের ছেলে শাহজাহান (২৬)। আহত ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত এবং আহতরা ভ্রাম্যমান ইলিশ মাছ ব্যবসায়ী। তারা ফেরি করে ইলিশ মাছ বিক্রি করতেন। পঞ্চগড় থেকে ঢাকাগামী পাথর বোঝাই ট্রাকের উপরে বসে তারা নিজ গন্তব্যে ফিরছিলো। ভোর সাড়ে ৪টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার মতিহারা বাজার এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে পাথর চাপা পড়ে দু’জন ঘটনাস্থলে নিহত হন। আহত হন আরও ১২ জন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনা নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের করা হয়েছে। নিহতদের সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
