রাজনীতির কৌশল ক্রমেই পাল্টে যাচ্ছে বিএনপির । কয়েক মাস আগেও যেখানে বিদেশিদের ওপর নির্ভরশীলতার নীতিতে বিশ্বাসী ছিল বিএনপি সেখান থেকে আজ অনেকটাই দূরে সরে এসেছে। ধীরে ধীরে দেশের জনগণের ওপর নির্ভরতা আরো বাড়াচ্ছে। এমনটিই লক্ষ্য করা যাচ্ছে বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডে।

সংশ্লিষ্ট সূত্র মতে, বছর খানেক আগেও বিএনপির ধারণা ছিল- বর্তমান ক্ষমতাসীনদের অগণতান্ত্রিক কর্মকাণ্ডে ভারতসহ বিশ্বের পরাশক্তিধররাষ্ট্রগুলো বাংলাদেশের বিষয়ে তাদের নীতি পাল্টাবে। কিন্তু তাদের সে ধারণার প্রতিফলন ঘটেনি। ফলে বিএনপি তাদের রাজনীতিতে হঠাৎ বড় ধরনের পরিবর্তন আনে। এরই অংশ হিসেবে তারা জনগণকে সঙ্গে নিয়ে পথচলার চেষ্টা শুরু করে।

এরই অংশ হিসেবে বিএনপি নিয়ে আসছে ভিশন-২০৩০। বিএনপি ক্ষমতায় গেলে কেমন সরকার হবে, কিভাবে দেশ পরিচালনা করা হবে তার জন্য ‘ভিশন ২০৩০’ নামে একটি রূপরেখা তুলে ধরবেন খালেদা জিয়া।

দলীয় সূত্রে জানা যাচ্ছে, এই ‘ভিশন ২০৩০’ উপস্থাপনের মাধ্যমে বিএনপি জনগণের হৃদয় স্পর্শ করার চেষ্টা করছেন। কেননা, দীর্ঘদিন ধরে রাষ্ট্রে ও রাজনৈতিক ব্যবস্থায় চলে আসা নানা অনিয়ম-অব্যবস্থার কারণে জনগণ যেখানে রাজনীতিবিদদের প্রতি ক্রমেই আস্থা হারাচ্ছেন সেখানে জনগণের সেই আস্থা ফেরাতে কার্যকর ভূমিকা রাখবে বলেও মনে করেন দলটির নেতারা। এতে রাজনৈতিক ব্যবস্থায় শাসনতান্ত্রিক ব্যাপক সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তেমনি অর্থনীতি, শিক্ষা, সমাজ, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নেও ব্যাপক উদ্যোগের কথা থাকছে।

বুধবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিকেল সাড়ে ৪টায় তিনি দেশবাসীর উদ্দেশ্যে পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরবেন।

এ বিষয়ে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, হোটেল ওয়েস্টিন বুধবার বিকেল সাড়ে ৪টায় খালেদা জিয়ার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর জন্য সকল প্রস্ততি সম্পূর্ণ করা হয়েছে। যথাসময়েরই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031