আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান পিএইচ পি ফ্যামিলির চেয়ারম্যান বলেছেন, ‘যে সব সন্তানেরা পিতা-মাতার আদর স্নেহ,ভালোবাসা থেকে দুরে থাকে তারা হতাশায় ভোগে। এই হতাশা থেকেই জঙ্গি কর্মকাণ্ড মাদক সেবন এবং মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। তাই পি-মাতার উচিৎ পরস্পর-পরস্পরের মধ্যে ভালোবাসা বাড়ানো,পারিবারিক কোনো কলহ সৃষ্টি না করা। এসবকিছু সন্তানকে জঙ্গি-মাদক থেকে দুরে রাখে’।

শুক্রবার

(১৪ এপ্রিল) সীতাকুণ্ডের মাদামবিবিরহাট জাহানাবাদ হযরত শাহজাহান (রহ:) মাওলানা জামে মসজিদে আয়োজিত সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদাণ অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

জাহানাবাদ হযরত শাহজাহান (রহঃ) মাওলানা জামে মসজিদের মোতোয়াল্লী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলম কন্ট্রাক্টর’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯নং ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নাজিম উদ্দীন।

প্রধান অতিথি বলেন, ‘মাত্র ১’শত টাকা নিয়ে ব্যবসা শুরু করি। আমি যা দেখি আল্লাহ দেখেন, আমি যা বলি আল্লাহ শোনেন, আমি যা মনে মনে ভাবি তা আল্লাহ বুঝেন’ এই বিশ্বাসকে মনে প্রাণে ধারণ করে আমার পথ চলা। আজ আপনাদের কাছে এতো পরিচিতি হওয়া। এসময় তিনি মসজিদের উন্নয় কাজের জন্য ১০ লাখ টাকার একটি চেকও মসজিদ কমিটির নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করেন।

পিএইপি ফ্যামিলির চেয়ারম্যান বলেন, ‘প্রধানমন্ত্রী থেকে ব্যাংক পর্যন্ত সর্বক্ষেত্রে মেয়ে মানুষের সান্নিধ্যে যেতে হয় আমাদের। মায়ের বয়সী হলে মায়ের মতন, বোনের বয়সী হলে বোনের মতন, মেয়ের বয়সী হলে মেয়ের মতন করে তাদের দেখতে হবে। স্ত্রী ব্যতিত সমস্ত মেয়ে মানুষ মা-বোন-মেয়ের মতন। তাদের ক্ষতি করতে পারে কোনো কাজ যারা করে তাদের তাকওয়া নেই’।

এতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধশালী ভূ-খন্ড বিশ্বে আর কোথাও নেই মন্তব্য করে প্রধান অতিথি বলেন, সীতাকুণ্ডের একদিকে পাহাড় অপর দিকে সমূদ্র। গিরি- সৈকতের এই ভূ-খ- বিশ্বে আর কোথাও নেই। এ ক্ষেত্রে সীতাকুণ্ডবাসীকে ভাগ্যবান বলে ।

মসজিদ কমিটির সদস্য মোঃ রফিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুর রহমান মেম্বার, মোঃ বজল আহমদ, নাজিম কন্ট্রাক্টর, আবু তাহের ইঞ্জি:, মোঃ নঈম, মোঃ ইফসুফ, মোঃ জাফর আহমদ, শাহ্ জামান, আব্দুল করিম, মাহফুজুর রহমান, শামসুল আলম প্রমুখ।

শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান,অত্র মসজিদ কমিটির সেক্রেটারি ও সদস্যবৃন্দ। পরে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

Share Now
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031