রাশিয়ার সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়া। এতে করে রাশিয়াতে তার অবস্থান আরও শক্তিশালী হয়েছে। রাশিয়ার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তার চতুর্থবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করার পথও সুগম হয়েছে। তবে নির্বাচন কতটা অবাধ ও সুষ্ঠু হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, রোববার অনুষ্ঠিত হয়েছে রাশিয়া সংসদের নিম্নকক্ষের নির্বাচন। এতে তিন-চতুর্থাংশ আসনে জয়ী হয়েছে ইউনাইটেড রাশিয়া। প্রথমবারের মতো রাশিয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রায় ১৬ বছর আগে পুতিন এই রাজনৈতিক দল গড়ে তোলেন। এবারের নিম্নকক্ষের সংসদীয় নির্বাচনের ভোটগণনা রয়েছে প্রায় শেষের পথে। এর মধ্যেই ৭৬ শতাংশ আসনে ইউনাইটেড রাশিয়ার জয়ের খবর পাওয়া গেছে। ২০১১ সালের নির্বাচনে দলটি অর্ধেকের কিছু বেশি আসন লাভ করেছিল। এখন পর্যন্ত রাশিয়ান সংসদে এটিই সংখ্যার দিক থেকে সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠতা। পুতিনের একজন মুখপাত্র এই নির্বাচনের ফলাফলকে পুতিনের পক্ষে অসাধারণ অর্জন বলে অভিহিত করেছেন। নির্বাচনে একটি আসনেও জয়ী হতে পারেনি বিরোধী উদারপন্থি দলগুলো। নির্বাচন নিয়ে প্রশ্নও তুলেছে বিরোধীরা। তাদের সঙ্গে সুর মিলিয়েছেন ইউরোপিয় পর্যবেক্ষকরাও। তারা বলছেন, পদ্ধতিগত অনিয়ম ও মৌলিক অধিকারে প্রতিবন্ধকতা আরোপের মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। রাশিয়ান কর্মকর্তারা অবশ্য বলছেন, কোনো ধরনের জালিয়াতির কোনো প্রমাণ তারা পাননি। তবে এবারের নির্বাচনে ভোট পড়েছে কম। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০১১ সালের সংসদ নির্বাচনে ভোট পড়েছিল ৬০ শতাংশ। এবারে এর পরিমাণ ছিল ৪৮ শতাংশ। সংখ্যার হিসেবে এই নির্বাচনে আগের নির্বাচনের তুলনায় ৪০ লাখ কম ভোটার ভোট দিয়েছেন। সোমবার ক্রেমলিনে সরকারি এক বৈঠকে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে পশ্চিমাবিশ্বের দেশগুলোর আরোপিত অর্থনৈতিক অবরোধের কারণে অর্থনীতিতে ধীরগতি সত্ত্বেও ভোটাররা রাশিয়ান নেতৃত্বের ওপর আস্থা রেখেছেন। এই নির্বাচন তারই প্রতিফলন। তিনি বলেন, ইউনাইটেড রাশিয়ার জন্য এটা ভালো খবর। কঠিন, অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ সময়ে জনগণ স্বাভাবিকভাবেই স্থিতিশীলতা বেছে নেয় এবং নেতৃত্বশীল রাজনৈতিক শক্তির ওপরই আস্থা রাখে।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
