আদালত ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কায় বিচারকের উপর অনাস্থা ও চ্যারিটেবল ট্রাক্ট দুর্নীতি মামলার পুনঃতদন্ত চেয়ে করা আদেন খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছেন । একই সঙ্গে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন পুননির্ধারণ করেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে এ আদেশ দেন রাজধানীর বকশিবাজারের স্থাপিত অস্থায়ী তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালত। এর আগে সকালে খালেদা জিয়া আদালতে আত্মপক্ষ সমর্থন করে আইনজীবীর মাধ্যমে ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অনাস্থার ও চ্যারিটেবল ট্রাক্ট দুর্নীতি মামলার পুনঃতদন্ত চেয়ে করা আদেন করেন। উল্লেখ্য, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তার উদ্দেশে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।
| M | T | W | T | F | S | S |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
